IQNA

ইরানে জাতীয় কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

তেহরান (ইকনা): আওকাফ ও চ্যারিটেবল অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে ৪৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতা ৫ম ডিসেম্বর মঙ্গলবার ইরানের উত্তর খোরাসান প্রদেশের বোজনুরদ শহরে নারীদের জন্য ২০ পারা হেফজ বিভাগ অনুষ্ঠিত হয়েছে।
 

 

captcha