قال ابو عبدالله - علیه السّلام - : ... اتدری ایَّ شیءٍ تفسیرُ فاطمةَ قلت: اخبرنی یا سیدی قال فُطِمَتْ مِنْ الشَّرِ. «بحار الانوار، ج 43، ص 10»
আবু আব্দিল্লাহ (আ.) বলেন: তুমি কি জানো "ফাতিমা" নামের অর্থ কি? আমি বললাম: হে আমার নেতা! আপনি আমাকে অবহিত করুন। হযরত বললেনঃ এর অর্থ হল তিনি সকল প্রকার মন্দ ও অকল্যাণ থেকে মুক্ত।
বিহারুল আনওয়ার, ৪৩তম খণ্ড, পৃ: ১০