"মেসেজেস অফ আল্লাহ" শীর্ষক সম্মেলন
ইকনা: তেহরান বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে "মেসেজেস অফ আল্লাহ" শীর্ষক আন্তর্জাতিক কুরআন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে কুরআনের ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা যেমন মুখস্থ করা, লেখা, তাফসিরে মাফাহিমে কুরআান সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। উক্ত শীর্ষক সম্মেলনে ১০টি মুসলিম দেশের প্রতিনিধিদের উপস্থিতি ছিলেন।