IQNA

আব্দুল আজিজ সাহিমের সুললিত কণ্ঠে সূরা বাকারার আয়াত তিলাওয়াত + ভিডিও

ইকনা: আলজেরিয়ার তরুণ এবং উদীয়মান ক্বারি  "আব্দ আল-আজিজ সাহিম"। সম্প্রতি এক মাহফিলে তিনি সূরা বাকারার ২৮৫ ও ২৮৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

আব্দুল আজিজ সাহিম আলজেরিয়ার তরুণ এবং উদীয়মান ক্বারি। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং আজমান শহরের আজমান মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করছেন।

তিনি আলজেরিয়ার মেসিলায় জন্মগ্রহণ করেন এবং তার কোরআন সংক্রান্ত কার্যকলাপের সময়, তিনি আলজেরিয়ার তাজ আল-কুরআন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো জাতীয় প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ অবস্থানে ভূষিত হয়েছেন।

এই ভিডিওতে তিনি সূরা বাকারার শেষের আয়াতগুলো তিলাওয়াত করেছেন অর্থাৎ তিনি ২৮৫ ও ২৮৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿۲۸۵

(২৮৫) (আমাদের) রাসূল (মুহাম্মাদ) সেই সমুদয়ের প্রতি বিশ্বাস রাখে যা তার ওপর তার প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ হয়েছে; আর (তার সাথে) বিশ্বাসীরা সকলেই আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, তাঁর গ্রন্থসমূহ এবং তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস করে; (এবং বলে) আমরা তাঁর (আল্লাহর) রাসূলগণের মধ্যে কোন প্রভেদ করি না। এবং তারা বলে, ‘আমরা (তোমার বাণী) শুনেছি এবং মেনে নিয়েছি; হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই ক্ষমার মুখাপেক্ষী এবং প্রত্যাবর্তন কেবল তোমারই দিকে।

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿۲۸۶

২৮৬) আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে সৎকর্ম করেছে তা নিজের লাভের জন্যই এবং যে অসৎ কর্ম করেছে তার ক্ষতি তার ওপরই বর্তাবে। ‘হে আমাদের প্রতিপালক। যদি আমরা ভুলে যাই বা দোষ করে থাকি তবে আমাদের দোষ ধর না; হে প্রতিপালক। আমাদের পূর্ববর্তীদের ওপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন দায়িত্ব অর্পণ কর না। আর হে আমাদের প্রতিপালক! এতটা ভার আমাদের ওপর চাপিও না যা বহন করার সাধ্য আমাদের নেই; এবং আমাদের দোষ-ত্রুটিগুলো মার্জনা কর, আমাদের গুনাহগুলো ক্ষমা কর এবং আমাদের প্রতি করুণা কর। তুমিই আমাদের অভিভাবক; সুতরাং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের বিজয় দান কর।’

captcha