ইরানে কুরআন গেটে কুরআন প্রতিস্থাপনের আধ্যাত্মিক অনুষ্ঠান
ইকনা: ইরানে প্রতি বছর ৪র্থ মে শিরাজ দিবসের নামকরণ করা হয় এবং এ বছর আহলে বাইত (আ.)এর ষষ্ঠ নক্ষত্র ইমাম জাফর সাদিক (আ.)-এর শাহাদাতের একই সময়ে কোরআন গেটে কোরআন প্রতিস্থাপনের আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত ছিল।