IQNA

আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়াও

۞ قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۖ أَنْ تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا ۚ مَا بِصَاحِبِكُمْ مِنْ جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ তুমি বল, ‘আমি তোমাদের কেবল একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তা হল এই যে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দু’ দু’জন করে বা এক-একজন করে উঠে দাঁড়াও, অতঃপর চিন্তা করে দেখ, তোমাদের সাথীর মধ্যে কোন প্রকারের উন্মাদনা নেই; সে তো আসন্ন এক কঠোর শাস্তির ব্যাপারে তোমাদের জন্য সতর্ককারী মাত্র।’ (সূরা সাবা, আয়াত: ৪৬)

আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়াও

captcha