IQNA

জীবনের জন্য আয়াত: সম্পূর্ণ বিশ্বাস

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তাঁর রাসূলগণের মধ্যে প্রভেদ সৃষ্টি করতে চায় এবং বলে, ‘আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি’ এবং তারা এর (বিশ্বাস ও অবিশ্বাসের) মধ্যবর্তী একটি (নতুন) পথ অন্বেষণ করতে চায়। সূরা নিসা, আয়াত: ১৫০

জীবনের জন্য আয়াত: সম্পূর্ণ বিশ্বাস

captcha