IQNA

জীবনের জন্য আয়াত: আল্লাহর রহমতের প্রতি প্রত্যাশা

ইকনা: إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ নিশ্চয় যারা বিশ্বাস করেছে, আল্লাহর পথে হিজরত এবং জিহাদ করেছে, তারাই আল্লাহর করুণাপ্রার্থী; এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও অনন্ত করুণাময়।

জীবনের জন্য আয়াত: আল্লাহর রহমতের প্রতি প্রত্যাশা

captcha