IQNA

জান্নাতী সুর

ভিডিও | "মাহমুদ রামাজান"এর সুললিত কণ্ঠে সূরা আবাস

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি "মাহমুদ মুহাম্মাদ রমজানে"এর সুললিত কণ্ঠে সূরা আবাসের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি "মাহমুদ মুহাম্মাদ রমজানে"এর সুললিত কণ্ঠে সূরা আবাসের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

وَاللَّهُ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَاهُ إِلَى بَلَدٍ مَيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا كَذَلِكَ النُّشُورُ ﴿۹﴾

এবং আল্লাহ সেই সত্তা যিনি বায়ু প্রেরণ করেন, ফলে তা মেঘমালাকে উত্তোলিত (ও সঞ্চারিত) করে: অতঃপর আমি সেগুলো মৃত নগরের দিকে হাঁকিয়ে দিই এবং এর দ্বারা ভূমিকে সেটার মৃত্যুর পর সজীব করে দিই। এরূপেই (মৃতদের) পুনরুত্থান ঘটবে। 

সূরা ফাতির, আয়াত ৯

 

captcha