কোমের ফাতেমিয়ুন প্রতিনিধি দলের উপস্থিতিতে আশুরার শোকানুষ্ঠান
ইকনা- শহীদদের নেতা ইমাম হোসাইন (আ.)-এর জন্য শোকের মাসের প্রথম দশকের শোক অনুষ্ঠান ইরানের পবিত্র নগারী কোমের ফাতেমিয়ুন প্রতিনিধি দলে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হোসাইন মোমেনির বক্তৃতা এবং মাহদি সেলাহশোরের মার্সিয়া ও নওহা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।