কারবালার দিকে পায়ে হেঁটে ইমাম হুসাইন (আ.)-এর অনুসারীদের আন্দোলন
ইকনা- ইরাকের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল রাস আল-বিশাহ থেকে কারবালার দিকে "ইয়া লিছারাতিল হুসাইন" পতাকা নিয়ে তরুণদের পদযাত্রা শুরু হয়েছে, আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)-এর আরবাইন তথা চল্লিশা উপলক্ষের বিশ্বের বিভিন্ন দেশের আহলে বাইত (আ.) ভক্তগণ এই পদযাত্রায় অংশগ্রহণ করে কারবালায় উপস্থিত হয়ে ইমাম হুসাইন (আ.)কে জানিয়ে দেন যে আমরা সবসময় আপনার সাথে আছি।