নাজাফ থেকে কারবালা যাওয়ার পথে "নিদাউল আকসা মৌকেব"
ইকনা- আরবাইন হোসেইনির সময় নাজাফ-কারবালা রোডের ৮৩৩ ল্যাম্পপোষ্টে "নিদাউল আকসা" মৌকেবেটি ফিলিস্তিন এবং গাজার নিপীড়িত জনগণের স্মরণে মুক্ত নেতার প্রতি কারবালায় হেঁটে যাওয়া জিয়ারতকারীদের সেবার জন্য নিয়োজিত রয়েছে।