নাজাফ থেকে কারবালার রাস্তায় হোসাইনী প্রেমিকরা
ইকনা- ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা যতই ঘনিয়ে আসছে, ইমাম হোসাইন (আ.)-এর প্রেমিকদের আবেগ ততই বেড়েছে এবং তারা এই পার্থিব পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে সাইয়্যেদুশ শোহদা (আ.)-এর কারবালায় পৌঁছানোর চেষ্টা করছে।