জীবনের জন্য আয়াত: কুরআন হেদায়াতের কিতাব
ইকনা- সূরা ইবরাহীমের প্রথম আয়াতে বলা হয়েছে: আলফি-লাম-রা; এই গ্রন্থ যা আমরা তোমার প্রতি এ কারণে অবর্তীণ করেছি যাতে তুমি মানবজাতিকে তাদরে প্রতপিালকরে সম্মতক্রিমে অন্ধকাররাশি হতে নর্গিত করে আলোতে আনয়ন কর, (র্অথাৎ) তাঁর পথে যিনি পরাক্রমশালী, প্রশংসতি।