IQNA

জান্নাতী সুর

"আহমেদ শাবিব"-এর সুললিত কণ্ঠে সূরা ইউনুস

ইকনা- কুরআন বিয়ষক বার্তা সংস্থা ইকনার পক্ষ থেকে "জান্নাতী সুর" এর সংকলন তৈরি ও প্রকাশ করা হয়েছে, যার মধ্যে ইসলামী বিশ্বের নামক প্রসিদ্ধ কারীদের তিলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি আহমদে শাবিবের সুললিত কণ্ঠে সূরা ইউনুসের তেলাওয়াত প্রকাশ করা হল।

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ ﴿۵۷﴾


হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। [সুরা ইউনুস - ১০:৫৭]

 

captcha