IQNA

ঐক্য সপ্তাহ উপলক্ষে হাফেজ শিরাজীর রওজার পাশে কোরআন মাহফিল

ইকনা- ঐক্য সপ্তাহ উদযাপনের সাথে সাথে, বিশিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক ক্বারি সাইয়্যেদ জাভেদ হোসেইনী ক্বারি কারী আলী নাজাফির তেলাওয়াতের সাথে কোরআনের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলটি হাফেজ শিরাজীর রওজার পাশে অনুষ্ঠিত হয়েছে।
 
captcha