জীবনের জন্য আয়াত: অহংকারীর বিরুদ্ধে দাঁড়ানো
ইকনা - সূরা ত্বহার 24 থেকে 28 নং আয়াতে আমরা পড়ি: (এখন) তুমি ফিরআউনের নিকট যাও, নিশ্চয় সে অতি উদ্ধত হয়ে গেছে।’ সে (মূসা) বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জন্য আমার কর্ম সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা সহজে বুঝতে পারে,