জীবনের জন্য আয়াত: একটি ধর্মীয় সম্প্রদায়ের লক্ষণ
সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে: (তারা এমন যে,) যদি আমরা তাদের পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তবে তারা নামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে এবং সৎকর্মের নির্দেশ দান করবে ও অসৎকর্মে নিষেধ করবে; বস্তুত সকল কর্মের পরিণাম তো আল্লাহরই নিয়ন্ত্রণে।