ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করলেন লেবাননের আহত সেনাগণ
ইকনা- লেবাননের হিজবুল্লাহর সাম্প্রতিক ঘটনাগুলোর একদল যোদ্ধা ও অভিজ্ঞ সৈনিক, যাদের চিকিৎসার কোর্স সম্পন্ন করতে ইরানে পাঠানো হয়েছিল, তারা ইরানের পবিত্র নগরী মাশহাদে হযরত আলী বিন মুসা আল-রেজা (আঃ)-এর মাজার জিয়ারত করার সুযোগ পেয়েছেন।