IQNA

হযরত মাসুমা (সা. আ.)এর মাজারে বিপ্লবের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহকে সম্মান জানানো হয়েছে

ইকনা- ইরানের পবিত্র নগরী কোমে হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র মাযারে মহান মুজাহিদ ও গুণী আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিম শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর স্মরণ অনুষ্ঠান আলেম ও জনগণের উচ্ছ্বসিত উপস্থিতিতে এবং আয়াতুল্লাহ আরাফীর ভাষণ ও প্রশংসার মধ্য দিয়ে বিপ্লবের সর্বোচ্চ নেতা কর্তৃক অনুষ্ঠিত হয়।
 
 
 
captcha