ইকনা- সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে:
وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ
যারা আল্লাহর পরিবর্তে অন্যদের অভিভাবকরূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায় যে ঘর তৈরি করে, কিন্তু নিঃসন্দেহে সর্বাপেক্ষা দুর্বল ঘর মাকড়সার ঘরই হয়ে থাকে; যদি তারা জানত।