IQNA

জান্নাতী সুর;

ভিডিও | "মোস্তফা ইসমাইল"এর শ্রুতিমধুর তেলাওয়াত

ইকনা: মিশরের খ্যতনামা ক্বারি মোস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে সূরা নিসার ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতের তিলাওয়াত তুলে ধরা হল।
মিশরের খ্যতনামা ক্বারি মোস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে সূরা নিসার ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতের তিলাওয়াত তুলে ধরা হল।
 
...وَالْآخِرَةُ خَيْرٌ لِمَنِ اتَّقَى وَلَا تُظْلَمُونَ فَتِيلًا ﴿۷۷﴾
এবং যে সাবধানতা অবলম্বন করে তার জন্য পরকাল অধিকতর উত্তম।’ এবং তোমাদের প্রতি বিন্দু পরিমাণও অবিচার করা হবে না।’ 
 
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ ... ﴿۷۸﴾
তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গেও অবস্থান কর। 
সূরা নিসা, আয়াত: ৭৭ ও ৭৮

 

captcha