IQNA

জীবনের জন্য আয়াত: হেদায়েতের পথ

ইকনা: সূরা সিন-এর ৬০ ও ৬১ নং আয়াতে বলা হয়েছেঃ হে আদম সন্তান! আমি কি তোমাদের  নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করিনি যে, তোমরা শয়তানের ইবাদত করবে না; নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এবং কেবল আমারই উপাসনা কর; এটাই সরল পথ।

জীবনের জন্য আয়াত: হেদায়েতের পথ

۞ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ ۖ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
হে আদম-সন্তান! আমি কি তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করিনি যে, শয়তানের উপাসনা কর না; নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু? 
 
۞ وَأَنِ اعْبُدُونِي ۚ هَٰذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
এবং কেবল আমারই উপাসনা কর; এটাই সরল পথ।

 

captcha