জীবনের জন্য আয়াত: অধ্যবসায় সঙ্গে বিশ্বাস
সূরা ফুসসিলাতের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে: নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন।