IQNA

হজরত জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকীর দিনে ফাতিমা মাসুমা (সা. আ.)এর পবিত্র মাযার

ইকনা- হজরত মাসুমা ((সা. আ.)-এর পবিত্র মাজার হজরত যাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকীর রাতে আলোক ও আধ্যাত্মিকতায় স্নান করা হয়েছে এবং জিয়ারতকারীরা অতি উত্সাহের সঙ্গে কারিমায়ে আহলে বাইত (আ. সা.)-এর মাজারে যোগ দিয়েছে।

captcha