IQNA

জীবনের জন্য আয়াত: লক্ষ্যহীন জীবন

ইকনা- সূরা হাদিদের ২০ নম্বর আয়াতে বলা হয়েছে: اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ জেনে রাখ, পার্থিব জীবন কেবল ক্রীড়া, আমোদ-প্রমোদ, জাঁকজমক, তোমাদের মধ্যে পারস্পরিক আত্ম-গৌরব এবং ধন-সম্পদ ও সন্তান-সন্তুতির আধিক্যের প্রতিযোগিতা।

জীবনের জন্য আয়াত: লক্ষ্যহীন জীবন

captcha