IQNA

ইসফাহানের ইমামজাদাহ "আব্দুল মোমেন হাবিবাবাদ

ইকনা- ইমাম মুসা কাজেম (আ.)-এর বংশধর ইমামজাদেহ আবদুল মোমানের ৭০০ বছরের পুরোনো রওজায় ইসফাহানের হাবিবাবাদে অবস্থিত। দ্বিগুণ গম্বুজ, সূক্ষ্ম টাইলিং এবং দেয়ালচিত্র সহ এই ঐতিহাসিক রওজাটি ইতিহাসের হৃদয়ে শিল্প ও আধ্যাত্মিকতার প্রকাশকে সংরক্ষণ করেছে।
 
 
captcha