হযরত আব্বাস (আ.) এর মাজারের যাদুঘর
ইকনা- হজরত আবুল ফজল আল-আব্বাস (আ.)এর মাজারের যাদুঘরটি বাবুল কাফ সেলার (৯ নম্বর দরজা)এর কাছে অবস্থিত এবং জিয়ারতকারীগণ প্রতিদিন বিনামূল্যে এই জাদুঘরটি দেখতে পারেন। ইকনা'র ফটোগ্রাফার এই জাদুঘর সম্পর্কে একটি চিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছেন।