টিজার ইরানের ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা
ইকনা- ২০২৫ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪২তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের শেখ তুসি গেইটের হলে ১২ই বাহমান রবিবার শুরু হবে। প্রতিযোগিতার এই পর্বটি 27টি দেশের 57 জন ক্বারি এবং হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে।