মাহদাবিয়াত মতবাদের উপর ২০তম আন্তর্জাতিক সম্মেলন
ইকনা- কারবালার জামকারান মসজিদে দেশি-বিদেশি চিন্তাবিদ ও গবেষকদের উপস্থিতিতে "প্রত্যাশা, বৈশ্বিক উন্নয়নের গতি এবং বিশ্বের ভবিষ্যত" প্রতিপাদ্য নিয়ে মাহদাবিয়াত মতবাদের আলোকে ২০তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।