ইকনা- ইরানের ক্বারি ইউনুস শাহমোরাদীর সুললিত কণ্ঠে সূরা "আহজাব"-এর ৫৬ নম্বর আয়াতের তেলাওয়াত করেছেন।
ইউনুস শাহমোরাদী ইরানের তরুণ ক্বারি দলের একজন সদস্য, সূরা ""আহজাব"এর ৫৬ নম্বর আয়াতটি তুলে ধরা হল। কোরআনের সুপ্রিম কাউন্সিল দ্বারা আয়োজিত ক্বারিদের জাতীয় দলের ১২তম উচ্চ শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়েছে।
إِنَّ ٱللَّهَ وَمَلَـٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّۚ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيۡهِ وَسَلِّمُواْ تَسۡلِيمًا
নিশ্চয় আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরূদ প্রেরণ করেন; সুতরাং হে বিশ্বাসিগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ প্রেরণ করতে থাক এবং যথাযথভাবে সালাম করতে থাক।