শাবে কদরের তৃতীয় রাতে হযরত আলী (আঃ) এবং হযরত আব্দুল আজিম আল-হাসানী (আঃ) এর মাজার
ইকনা-পবিত্র রমজান মাসের ২৩তম দিনে বিশ্বজুড়ে মুসলমানরা কদরের তৃতীয় রাত উদযাপন করেছে। ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার এবং ইরানের রেই শহরে হযরত আবদুল আজিম হোসনি (আ.)-এর মাজারে অনুষ্ঠানের কিছু ধারণ করা হয়েছে।