
ঈদুল আযহার প্রাক্কালে, ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারের পক্ষ থেকে ইরাকের প্রদেশগুলি ছাড়াও বিশ্বের ৪২টি দেশে ৭৫টি গাদির পতাকা উত্তোলন করা হবে।
ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারের পরিকল্পনা ও উন্নয়ন কেন্দ্রের প্রধান উইসাম এস্কান্দার বলেন: এই গাদীরের পতাকাগুলি ইমাম আলী (আ.)এর প্রতি ইরাক এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের আনুগত্য প্রকাশ করে।
তিনি বলেন: ১৪ই যিলহজ্জে ইমাম আলী (আ.)-এর মাজারে ঈদুল গাদীরের মূল পতাকা উত্তোলনের সাথে সাথে ইরাকের বিভিন্ন প্রদেশে ২২টি পতাকা উত্তোলন করা হবে এবং বিশ্বের ৪২টি দেশে অন্যান্য পতাকা উত্তোলন করা হবে। 4286178#