IQNA

আহমাদ আবুল কাসেমির মনোমুগ্ধকার তিলাওয়াত + অডিও

ইকনা- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আহমাদ আবুলকা সেমি কর্তৃক সূরা আলে ইমরানের আয়াত ১৩৮ থেকে ১৫০ পর্যন্ত তিলাওয়াত উপভোগ করুন।

এই তিলাওয়াতটি "বিজয়ের পথে" (به سوی فتح) শিরোনামে আয়োজিত এক কুরআন মহফিলে তিনি পেশ করেছেন
এই মহফিলটি ৯ জুলাই ২০২৫ ইরানের কুরআনি সমাজের উপস্থিতিতে, শহীদ কমান্ডার আমির আলী হাজিযাদেহ (সাবেক আইআরজিসি স্পেস ফোর্স কমান্ডার)-এর কবরের পাশে আয়োজিত হয়েছে

একইসাথে, রাজধানী তেহরান ছাড়াও দেশব্যাপী অন্যান্য শহরগুলোর শহীদদের কবরস্থান’ (গোলজারে শহাদা)-তেও অনুরূপ কুরআন মহফিল অনুষ্ঠিত হয়েছে। 4293675#

captcha