এই তিলাওয়াতটি "বিজয়ের পথে" (به سوی فتح) শিরোনামে আয়োজিত এক কুরআন মহফিলে তিনি পেশ করেছেন।
এই মহফিলটি ৯ জুলাই ২০২৫ ইরানের কুরআনি সমাজের উপস্থিতিতে, শহীদ কমান্ডার আমির আলী হাজিযাদেহ (সাবেক আইআরজিসি স্পেস ফোর্স কমান্ডার)-এর কবরের পাশে আয়োজিত হয়েছে।
একইসাথে, রাজধানী তেহরান ছাড়াও দেশব্যাপী অন্যান্য শহরগুলোর ‘শহীদদের কবরস্থান’ (গোলজারে শহাদা)-তেও অনুরূপ কুরআন মহফিল অনুষ্ঠিত হয়েছে। 4293675#