ইকনা: কাশানের নোশআবাদে আশুরার পরদিন, মহররমের একাদশ তারিখে, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদত ও কারবালার বন্দীদের কাফেলার যাত্রা স্মরণে তাজিয়ার আয়োজন হয়, যেখানে সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
কাশানের নোশআবাদে আশুরার পরদিন, মহররমের একাদশ তারিখে, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদত ও কারবালার বন্দীদের কাফেলার যাত্রা স্মরণে তাজিয়ার আয়োজন হয়, যেখানে সারা দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
তাজিয়া একটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী শিয়া নাট্যরূপ যা ইরানে ব্যাপকভাবে প্রচলিত। এটি সাধারণত ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের কারবালায় নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনা অবলম্বনে মঞ্চায়িত হয়।