IQNA

হামেদ শাকের নেজাদের সুললিত কণ্ঠে তেলাওয়াত

ইকনা: ইরানে খ্যতিনামা ক্বারি হামেদ শাকের নেজাদ সূরা ইবরাহীম-এর ৩২ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

সূরা ইবরাহীম আয়াত ৩২:

وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ

বাংলা অনুবাদ:
আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, এরপর তার মাধ্যমে তোমাদের জন্য ফলমূল বের করে দিয়েছেন যা তোমাদের জন্য রিযিক। আর তিনি তোমাদের জন্য নৌকাকে অধীন করে দিয়েছেন, যাতে তা তাঁর আদেশে সমুদ্রে চলতে পারে। আর তোমাদের জন্য নদীগুলোকেও করায়ত্ত করে দিয়েছেন।

এই আয়াতে আল্লাহ্‌ তা'আলার কিছু নিয়ামতের কথা বলা হয়েছে যেমন বৃষ্টি, ফলমূল, নৌকা, এবং নদী যেগুলো মানুষের কল্যাণের জন্য তাঁর করুণায় সেবায় নিযুক্ত।

captcha