ইকনা- আধুনিক দুনিয়ার এই কোলাহলপূর্ণ ও ব্যস্ত জীবনে কখনও কখনও আমাদের একটুখানি থেমে যাওয়ার এবং শান্তি খোঁজার প্রয়োজন হয়। ‘নওয়ায়ে ওহি’ শিরোনামের এই সংকলন, কুরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলো থেকে বাছাইকৃত নির্বাচনের মাধ্যমে, এক আত্মিক ও হৃদয়জুড়ানো সফরের আহ্বান।

আধুনিক দুনিয়ার এই কোলাহলপূর্ণ ও ব্যস্ত জীবনে কখনও কখনও আমাদের একটুখানি থেমে যাওয়ার এবং শান্তি খোঁজার প্রয়োজন হয়। ‘নওয়ায়ে ওহি’ শিরোনামের এই সংকলন, কুরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলো থেকে বাছাইকৃত নির্বাচনের মাধ্যমে, এক আত্মিক ও হৃদয়জুড়ানো সফরের আহ্বান।
أَوْ كَالَّذِي مَرَّ عَلَى قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا قَالَ أَنَّى يُحْيِي هَذِهِ اللَّهُ بَعْدَ مَوْتِهَا فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ قَالَ كَمْ لَبِثْتَ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَلْ لَبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ إِلَى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانْظُرْ إِلَى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِلنَّاسِ وَانْظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنْشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿۲۵۹﴾
অথবা সে ব্যক্তির মত, যে এমন এক জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের উপর থেকে বিধ্বস্ত ছিল। সে বলল, মৃত্যুর পর কিভাবে আল্লাহ্ একে জীবিত করবেন? তারপর আল্লাহ তাকে এক শত বছর মৃত রাখলেন। পরে তাকে পুনজীবিত করলেন। আল্লাহ্ বললেন, ‘তুমি কতকাল অবস্থান করলে?’ সে বলল, ‘একদিন বা একদিনেরও কিছু কম অবস্থান করেছি।‘ তিনি বললেন, বরং তুমি এক শত বছর অবস্থান করেছ। সুতরাং তুমি তোমার খাদ্যসামগ্রী ও পানীয় বস্তুর দিকে লক্ষ্য কর, সেগুলো অবিকৃত রয়েছে এবং লক্ষ্য কর তোমার গাধাটির দিকে। আর যাতে আমরা তোমাকে বানাবো মানুষের জন্য নিদর্শন স্বরূপ। আর অস্থিগুলোর দিকে লক্ষ্য কর; কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই’। অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো তখন সে বলল, ‘আমি জানি, নিশ্চয় আল্লাহ্ সবকিছুর উপর ক্ষমতাবান’।
সূরা বাকারা, আয়াত: ২৫৯