IQNA

শুকরিয়া করার গুরুত্ব

14:07 - September 03, 2025
সংবাদ: 3478000
‘ওহীর সুর’ সংকলন, কোরআনের শ্রেষ্ঠতম আয়াতসমূহের নির্বাচিত অংশ দিয়ে একটি আত্মিক ও হৃদয়-উদ্দীপক ভ্রমণের আমন্ত্রণ।”

‘ওহীর সুর’ সংকলন, কোরআনের শ্রেষ্ঠতম আয়াতসমূহের নির্বাচিত অংশ দিয়ে একটি আত্মিক ও হৃদয়-উদ্দীপক ভ্রমণের আমন্ত্রণ।”
 
إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ثُمَّ إِلَى رَبِّكُمْ مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿۷﴾
 
“তোমরা যদি কুফরি করো, তবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে নিরপেক্ষ (অমুখাপেক্ষী/অপরিহার্যহীন)। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। আর যদি তোমরা শোকর আদায় করো, তবে তিনি তা তোমাদের জন্য পছন্দ করেন। আর কোনো ভার বহনকারী অন্যের বোঝা বহন করবে না। এরপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের নিকট হবে। অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা আমল করতে। নিশ্চয়ই তিনি অন্তরসমূহের খবর রাখেন।”
— সূরা আয-যুমার, আয়াত ৭

 

captcha