IQNA

বিভ্রান্তিতে হতবুদ্ধি

যদি মানুষ যেমন তাড়াহুড়ো করে কল্যাণ কামনা করে, আল্লাহ তেমনিভাবে তাদের জন্য অকল্যাণ ত্বরান্বিত করে দিতেন, তবে অবশ্যই তাদের মৃত্যুর সময় এসে যেত। অতএব, যারা আমাদের সাক্ষাতের আশা ও বিশ্বাস করে না, আমরা তাদেরকে তাদের অবাধ্যতা ও গোমরাহিতে বিভ্রান্ত হয়ে থাকতে ছেড়ে দিই। সূরা ইউনুস, আয়াত ১১

 
﴿وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ ﴾ (ইউনুস ১১)
 
যদি মানুষ যেমন তাড়াহুড়ো করে কল্যাণ কামনা করে, আল্লাহ তেমনিভাবে তাদের জন্য অকল্যাণ ত্বরান্বিত করে দিতেন, তবে অবশ্যই তাদের মৃত্যুর সময় এসে যেত। অতএব, যারা আমাদের সাক্ষাতের আশা ও বিশ্বাস করে না, আমরা তাদেরকে তাদের অবাধ্যতা ও গোমরাহিতে বিভ্রান্ত হয়ে থাকতে ছেড়ে দিই।
সূরা ইউনুস, আয়াত ১১
 
 
 

 

captcha