IQNA

জান্নতী সুর / পর্ব ৫৭

ভিডিও | “হাসান রেজায়িয়ান”-এর তেলাওয়াতের মনোমুগ্ধকর একটি অংশ

10:29 - October 09, 2025
সংবাদ: 3478216
ইকনা- পবিত্র কুরআনের তেলাওয়াত এক জান্নতী সুর—এর প্রতিটি আয়াত পাঠের রয়েছে মহান প্রতিদান, আর এর শ্রবণ এনে দেয় হৃদয়ের প্রশান্তি।

জান্নতী সুরধারাবাহিকে আমরা সংগ্রহ করেছি ইরানের খ্যাতনামা কারীদের তেলাওয়াতের অনন্য মুহূর্তগুলোযেখানে প্রতিফলিত হয়েছে কুরআনের সুরের উচ্ছ্বাস, নিষ্কলুষতা, সৌন্দর্য এবং তেলাওয়াতশিল্পের শ্রেষ্ঠ প্রকাশ।

এই পর্বে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি কারি হাসান রেজায়িয়ান-এর তেলাওয়াতের একটি অংশ।
আশা করি, এই উদ্যোগ পবিত্র বাণী আল-কুরআনের সঙ্গে মানুষের আরও গভীর বন্ধন গড়ার এক ক্ষুদ্র পদক্ষেপ হিসেবে কাজ করবে। 4308811#

captcha