“জান্নতী সুর” ধারাবাহিকে আমরা সংগ্রহ করেছি ইরানের খ্যাতনামা কারীদের তেলাওয়াতের অনন্য মুহূর্তগুলো—যেখানে প্রতিফলিত হয়েছে কুরআনের সুরের উচ্ছ্বাস, নিষ্কলুষতা, সৌন্দর্য এবং তেলাওয়াতশিল্পের শ্রেষ্ঠ প্রকাশ।
এই পর্বে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি কারি হাসান রেজায়িয়ান-এর তেলাওয়াতের একটি অংশ।
আশা করি, এই উদ্যোগ পবিত্র বাণী আল-কুরআনের সঙ্গে মানুষের আরও গভীর বন্ধন গড়ার এক ক্ষুদ্র পদক্ষেপ হিসেবে কাজ করবে। 4308811#