ককোরআনের সবচেয়ে সুন্দর আয়াত এবং বেহরুজ রাজাভীর সুমধুর কণ্ঠস্বর সহ "নাওয়ায়ে ওয়াহি" সংকলনটি একটি আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক যাত্রার আমন্ত্রণ।
لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ ﴿۲۳﴾
যাতে যা ঘটেছে তার জন্য দুঃখ না করো এবং যা তোমাকে দেওয়া হয়েছে তার জন্য আনন্দ না করো। আর আল্লাহ কোন দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না।
সূরা হাদিদ, আয়াত: ২৩।