ইকনা- রাশিয়ায় অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৫ থেকে ১৮ অক্টোবর (২৩ থেকে ২৬ মেহর) পর্যন্ত রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হয়েছে।
 	 	 		ইকনার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ক্বারিরা অংশ নেন।
ইরানের ক্বারী ইসহাক আবদুল্লাহি, যিনি ক্বোম প্রদেশের একজন খ্যাতনামা তিলাওয়াতকারী, প্রতিযোগিতার কুরআন তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।