IQNA

তেহরানে শুরু হলো চতুর্থ হামাম উৎসব: বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী

তেহরানে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ হামাম উৎসব, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিল্পীরা তাঁদের অসাধারণ শিল্পকর্ম প্রদর্শন করেছেন। উৎসবটি বৃহস্পতিবার, ২৩ অক্টোবর রাজধানীর ফরহাঙ্গেস্তানে হনর (ইরানের আর্ট অ্যাকাডেমি)-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ বছর উৎসবে মোট ৪১৫টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে চিত্রকলা, অঙ্কন, হস্তশিল্প, ঐতিহ্যবাহী শিল্প, সংগীত পরিবেশনা এবং নাট্য প্রদর্শনী।
এই উৎসবের উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিল্পীদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরা, সমাজে তাঁদের শিল্প ও মানবিক সম্ভাবনাকে দৃশ্যমান করা এবং সাংস্কৃতিক অন্তর্ভুক্তি জোরদার করা।
 
captcha