
এই লক্ষ্যেই “নাওয়ায়ে ওয়াহি” (ওহির সুর) নামের ধারাবাহিক অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে — যেখানে পবিত্র কুরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলো বেছে নেওয়া হয়েছে এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী বেহরুজ রেজাভি-এর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হয়েছে।
এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ ধারাবাহিকটি দর্শক–শ্রোতাদের জন্য নিয়ে আসে এক টুকরো আত্মিক প্রশান্তি, আশা ও মননের ভ্রমণ।
তেলাওয়াতকৃত আয়াত:
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَى إِلَى أَجَلٍ مُسَمًّى ۚ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ (সূরা আয-যুমার, আয়াত ৪২)
বাংলা অনুবাদ:
“আল্লাহ মৃত্যুর সময় মানুষের আত্মা কবজ করেন, আর যারা এখনো মারা যায়নি তাদের আত্মা তিনি (ঘুমের সময়) কবজ করেন। যাদের মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, তাদের আত্মা তিনি ধরে রাখেন; আর অন্যদের আত্মা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল মানুষের জন্য বহু নিদর্শন রয়েছে।”