
এই পর্বে তেলাওয়াত করা হয়েছে সূরা ফজর–এর ১৫ ও ১৬ নম্বর আয়াত:
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
“মানুষকে যখন তার প্রতিপালক পরীক্ষা করে তাকে সম্মান ও নেয়ামত প্রদান করেন, তখন সে অহংকার করে বলে: ‘আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন।’”
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
“আর যখন তিনি তাকে পরীক্ষা করে তার রিজিক সঙ্কুচিত করে দেন, তখন সে হতাশ হয়ে বলে: ‘আমার প্রভু আমাকে অপমান করেছেন।’ অথচ এ ধারণা মোটেই সঠিক নয়।”
এই আয়াতগুলো মানুষের ভুল ধারণা—সমৃদ্ধিকে সম্মান এবং দারিদ্র্যকে অপমান মনে করা—এর সংশোধন করে এবং প্রকৃত পরীক্ষার দর্শন তুলে ধরে। এই উপলব্ধিই “ওহির সুর” সিরিজকে দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।