IQNA

ওহির সুর / পর্ব ৬৭

খোদাকে সম্মান করা

13:55 - November 18, 2025
সংবাদ: 3478454
ইকনা- আজকের কোলাহলপূর্ণ ও দ্রুতগতির জীবনে মানুষ মাঝে মাঝে একটি ক্ষণিকের বিরতি ও মানসিক প্রশান্তির প্রয়োজন অনুভব করে। এই প্রেক্ষাপটে ‘‘ওহির সুর’’ (নওয়ায়ে ওহী) শিরোনামের ধারাবাহিকটি পবিত্র কোরআনের সবচেয়ে মনোমুগ্ধকর আয়াতসমূহ নিয়ে, বিখ্যাত কণ্ঠশিল্পী বেহরোজ রেজভি–এর আবৃত্তিতে, দর্শক-শ্রোতাদেরকে একটি আধ্যাত্মিক ও সঞ্জীবনী ভ্রমণের দিকে আহ্বান জানায়। সংক্ষিপ্ত হলেও গভীর এই সিরিজটি সামান্য সময়ের মধ্যেই হৃদয়ে এনে দেয় প্রশান্তি, আশা এবং মননের স্বচ্ছতা।

এই পর্বে তেলাওয়াত করা হয়েছে সূরা ফজরএর ১৫ ও ১৬ নম্বর আয়াত:

فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ


মানুষকে যখন তার প্রতিপালক পরীক্ষা করে তাকে সম্মান ও নেয়ামত প্রদান করেন, তখন সে অহংকার করে বলে: আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন।’”


وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ


আর যখন তিনি তাকে পরীক্ষা করে তার রিজিক সঙ্কুচিত করে দেন, তখন সে হতাশ হয়ে বলে: আমার প্রভু আমাকে অপমান করেছেন।অথচ এ ধারণা মোটেই সঠিক নয়।

এই আয়াতগুলো মানুষের ভুল ধারণাসমৃদ্ধিকে সম্মান এবং দারিদ্র্যকে অপমান মনে করাএর সংশোধন করে এবং প্রকৃত পরীক্ষার দর্শন তুলে ধরে। এই উপলব্ধিই ওহির সুরসিরিজকে দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

captcha