অনুষ্ঠানটি তেহরানে অবস্থিত ইমাম আলী (আ.) ধর্মীয় শিল্পকলা জাদুঘরে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সাবেক সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী আহমদ মসজেদজামেয়ি।
প্রদর্শনীতে বিভিন্ন প্রজন্মের শিল্পীদের তৈরি কুরআনভিত্তিক শিল্পকর্ম, ক্যালিগ্রাফি, তাযহিব, আধুনিক ইসলামী শিল্প এবং নান্দনিক নকশা প্রদর্শন করা হচ্ছে।