সোনালি, কমলা, লাল ও সবুজের মনোমুগ্ধকর সমন্বয়ে দালখানির বন এখন পরিণত হয়েছে এক প্রাকৃতিক শিল্পকর্মে। শরতের এই রঙিন রূপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা।
প্রকৃতি গবেষকদের মতে, বছরের এই সময়টিতেই দালখানির অরণ্য নিজস্ব সৌন্দর্যের পূর্ণতা লাভ করে। পরিষ্কার বাতাস, শান্ত পরিবেশ ও রঙের বিস্ময়কর বৈচিত্র্য এ অঞ্চলকে দেশের অন্যতম শরৎ–গন্তব্যে পরিণত করেছে।