ইকনা- শনিবার ২৯ নভেম্বর ২০২৫, দুপুরে তেহরানের মেট্রোর নতুন স্টেশন ‘মরিয়ম মুকাদ্দেস (আ.)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে নগর পরিচালনার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই স্টেশনের নামকরণ করা হয়েছে হযরত মরিয়ম (আ.)-এর সম্মানে। উদ্বোধনী অনুষ্ঠানে নগর পরিবহন ব্যবস্থার আরও উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কর্মকর্তারা।
নতুন এই স্টেশন চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।